Logo

দল ক্ষমতায় গেলে পানি–গ্যাস সংকট দূর করা হবে: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৪:০৫
দল ক্ষমতায় গেলে পানি–গ্যাস সংকট দূর করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে চলমান পানি ও গ্যাস সংকটকে সাধারণ মানুষের অন্যতম বড় দুর্ভোগ হিসেবে তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নিয়মিত বিল পরিশোধ করেও অনেক বাসিন্দা প্রয়োজন অনুযায়ী পানি ও গ্যাস পাচ্ছেন না, যা অগ্রহণযোগ্য। এই পরিস্থিতির অবসান ঘটাতে বিএনপি সরকার গঠনের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি উত্তরার নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন।

তারেক রহমান বলেন, অতীতে দেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, যার প্রভাব আজ সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। এই বাধা দূর করে নতুন গ্যাসকূপ অনুসন্ধান জরুরি। পাশাপাশি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হবে।

বিজ্ঞাপন

পানিসংকট প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু রাজধানী নয়—দেশজুড়েই খাল, বিল ও জলাধারগুলো ভরাট ও শুকিয়ে গেছে। উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। উত্তরার পানির সমস্যার মতোই সারা দেশের পানির সংকট সমাধানে বিএনপি খাল খনন কর্মসূচি গ্রহণ করবে।

স্বাস্থ্যসেবার বিষয়েও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। ধানের শীষ বিজয়ী হলে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ওই আন্দোলনে উত্তরার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরার বাসিন্দাদের সেই ভূমিকা ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে বিএনপির চেয়ারম্যান গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ধারাবাহিক এসব জনসভায় তিনি নাগরিক সুবিধা, কর্মসংস্থান ও মৌলিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD