Logo

যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবে না তারা দেশের শত্রু: মামুনুল হক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩
যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবে না তারা দেশের শত্রু: মামুনুল হক
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না দিলে, দেশের সাথে বেইমানি করা হবে। যারা দিবে না তারা দেশের শত্রু, জাতীর শত্রু। তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদকে ফিরতে দেয়া হবেনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় মামুনুল হক বলেন, ‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের অবসান চায়। দেশের মানুষ পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদ। যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা সামছুল ইসলাম ও শাহ মিছবাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফারুক আহমেদ, মুফতি লুৎফুর রহমান জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এদিকে একই দিন রাত ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ মৌলভীবাজারের ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD