Logo

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: ব্যারিস্টার পার্থ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
২৮ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৭
জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: ব্যারিস্টার পার্থ
ছবি: সংগৃহীত

ভোলা-১ সদর আসনের প্রার্থী ও বিএনপি সমর্থিত জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোটকে কেন্দ্র করে ধর্মের অপব্যবহারকে চরমভাবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যদি কেউ ভোটের সময় আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করে, তাহলে তারা মুনাফেক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

পার্থ বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করুন, ইনশাআল্লাহ বাংলাদেশ ধোঁকা খাবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে, সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিয়ে জান্নাতে যাবে, তাহলে সে শিরক করেছে। এ ধরনের লোকদের কাছে গেলে, আপনি বলবেন—আপনি ভোট চাইতে পারেন, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না। কেয়ামতকে ভয় করুন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বড়।

পার্থ নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গে বলেন, প্রতিটি প্রার্থী ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা বলবে—ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ। আমিও বলব। কিন্তু মূল বিষয় হলো, আপনি কাকে বিশ্বাস করবেন। আমি এমপি হয়ে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদে পদক্ষেপ নেব। এছাড়া বরিশাল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজও বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

তিনি সরকারের বিরুদ্ধে পুরনো উদাহরণও তুলে ধরে বলেন, আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে চোরগু‌লোর বিরুদ্ধে কথা বলেছি এবং একে একে চিহ্নিত করেছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়া সময়ও আমি প্রথমে বলেছিলাম, তিনি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা।

সমাবেশে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, তারিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD