Logo

‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৬, ১৫:০৫
‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা’
ছবি: সংগৃহীত

জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন। তিনি বলেন, “ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন ও অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।

বিজ্ঞাপন

রিজভী আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD