Logo

সব নবী-রাসুলকেই যে আদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২২:২৬
15Shares
সব নবী-রাসুলকেই যে আদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা
ছবি: সংগৃহীত

মানবজাতিকে সঠিক পথের দিশা দেখাতে আল্লাহ তায়ালা যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। তাদের মাধ্যমে মানুষকে শিরক ও কুসংস্কার থেকে মুক্ত করে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

হযরত আদম (আ.) থেকে মুহাম্মদ (সা.) পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, তারা সবাই মানুষকে একই মূল শিক্ষার দিকে আহ্বান করেছেন। যদিও সময় ও যুগের পরিবর্তনে তাদের অনুসারীদের ধর্মের নাম ভিন্ন ছিল, তবুও প্রত্যেক নবীর মৌলিক দাওয়াত ছিল এক ও অভিন্ন— আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং শুধুমাত্র তাঁর ইবাদত।

দুনিয়াতে আল্লাহর বার্তাবাহক ছিলেন নবীরা। নবীদের আগমন শুরু হয়েছিল আদি মানব বা আদি পিতা হজরত আদম (আ.)-এর মাধ্যমে। এবং নবীদের আগমনের যাত্রা শেষ হয়েছিল আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

সব নবীর ওপর আল্লাহ তায়ালা যে একই আদেশ দিয়েছিলেন তাহলো— আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস এবং তাকে এক রব হিসেবে মেনে নেওয়া।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন মাজিদে বর্ণিত হয়েছে—

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ

আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই (লা ইলাহা ইল্লাল্লাহ); সুতরাং তোমরা আমার ইবাদাত কর। (সুরা আম্বিয়া, আয়াত : ২৫)

বিজ্ঞাপন

অন্য এক আয়াতে নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা আলাইহিহুম সালামের নবুয়ওতের সঙ্গে অন্য নবীদের তাওহীদের বাণী যে একই, সে কথা উল্লেখ করে বর্ণিত হয়েছে,

شَرَعَ لَکُمۡ مِّنَ الدِّیۡنِ مَا وَصّٰی بِهٖ نُوۡحًا وَّ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ وَ مَا وَصَّیۡنَا بِهٖۤ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی وَ عِیۡسٰۤی اَنۡ اَقِیۡمُوا الدِّیۡنَ وَ لَا تَتَفَرَّقُوۡا فِیۡهِ ؕ کَبُرَ عَلَی الۡمُشۡرِکِیۡنَ مَا تَدۡعُوۡهُمۡ اِلَیۡهِ ؕ اَللّٰهُ یَجۡتَبِیۡۤ اِلَیۡهِ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡۤ اِلَیۡهِ مَنۡ یُّنِیۡبُ

তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি-ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে। আর সেই (বিধি ব্যবস্থাই) তোমাকে ওহীর মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে, তা এই যে—

বিজ্ঞাপন

তোমরা দ্বীন প্রতিষ্ঠিত কর, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছো। আল্লাহ যাকে ইচ্ছে করেন তার পথে বেছে নেন, আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে, যে তার অভিমুখী হয়। (সুরা শুরা, আয়াত : ১৩)

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD