রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

পবিত্র রমজান মাসে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১২ লাখ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক ‘জুদ’ ক্যাম্পেইনের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ইফতারের মধ্যে ৯ লাখ খাবার বিতরণ করা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর বিভিন্ন এলাকায়। পাশাপাশি বাকি ৩ লাখ ইফতার পৌঁছে দেওয়া হবে বিশ্বের ৫১টি দেশের দরিদ্র ও অসহায় মানুষের কাছে।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক আবদুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসনস’ কর্মসূচি এখন আর শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
তিনি জানান, প্রতি বছর হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তি রমজান মাসে এই ইফতার সহায়তার ওপর নির্ভর করেন। এর ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই কমে আসে।
বিজ্ঞাপন
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শারজাহ আমিরাতের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে ইফতার বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যাতে সর্বোচ্চ সংখ্যক রোজাদারের কাছে খাবার পৌঁছানো সম্ভব হয়। আন্তর্জাতিক পর্যায়ে ইফতার বিতরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব অঞ্চলে খাদ্যসংকট ও কঠিন জীবনযাত্রা বিরাজ করছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আবদুল্লাহ বিন খাদেম আরও বলেন, এই উদ্যোগে অংশ নিতে দাতাদের বিভিন্ন মাধ্যমে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, অনুদানের পরিমাণ ছোট বা বড় যাই হোক না কেন, প্রতিটি সহযোগিতাই এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক এবং এর মাধ্যমে রমজানজুড়ে শত শত রোজাদারের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।
শারজাহ চ্যারিটির ভাষ্য অনুযায়ী, রমজানে অভাবী মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তার ক্ষেত্র আরও সম্প্রসারণ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
সূত্র : গালফ নিউজ








