Logo

স্পেনে মুসলিম স্থাপত্যের গৌরবময় নিদর্শনে ৫টি ঐতিহাসিক স্থাপনা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫২
26Shares
স্পেনে মুসলিম স্থাপত্যের গৌরবময় নিদর্শনে ৫টি ঐতিহাসিক স্থাপনা
ছবি: সংগৃহীত

ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনের সর্বত্র ছড়িয়ে আছে মুসলিম শাসনামলের স্মৃতি। প্রায় ৮০০ বছরের শাসনকালে মুসলিমরা দেশটির সংস্কৃতি, স্থাপত্য, ভাষা ও খাদ্যাভ্যাসে গভীর ছাপ রেখে গেছে। আজও মাদ্রিদ ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে প্রায় ২৫ লাখ মুসলিমের বসবাস রয়েছে।

বিজ্ঞাপন

৭১১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে মুসলিমরা স্পেনে প্রবেশ করলে শুরু হয় ইসলামী শাসনের ইতিহাস। তাদের রেখে যাওয়া স্থাপত্যকীর্তি আজও স্পেনের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। স্প্যানিশ ভাষায় বহু আরবি শব্দ ব্যবহারের পাশাপাশি স্থাপত্যে ইসলামী ছাপ সুস্পষ্টভাবে দৃশ্যমান।

স্পেনের নানা অঞ্চলে মুসলিম আমলের অসংখ্য স্থাপনা রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থাপনা বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে।

আল হামরা, গ্রানাডা

বিজ্ঞাপন

১৩শ শতকে নাসরিদ শাসকদের নির্মিত আল হামরা প্রাসাদ-দুর্গ সেনাঘাঁটি, শাসকের প্রাসাদ ও মসজিদের সমন্বয়ে গঠিত। এর লাল প্রাচীর, জটিল নকশা ও বিস্তীর্ণ বাগান দর্শনার্থীদের মুগ্ধ করে। খ্রিস্টান শাসনের পর চার্চে রূপান্তরিত হলেও এর ভেতরে এখনো ইসলামী শিল্পরীতি স্পষ্ট।

কর্ডোভার গ্রেট মসজিদ

১০ম শতকে নির্মিত এই মসজিদ দৃষ্টিনন্দন মিহরাব ও গম্বুজ নকশার জন্য বিখ্যাত। ইতিহাসে এটি তিনবার সম্প্রসারণ করা হয়। ১৩শ শতকে চার্চে রূপান্তরিত হলেও ইসলামী স্থাপত্যের আসল রূপ অক্ষত রয়েছে।

বিজ্ঞাপন

মদিনা আজাহারা, কর্ডোবা

১০ম শতকে আবদ আল-রহমান তৃতীয়ের উদ্যোগে নির্মিত এই রাজপ্রাসাদে ছিল প্রশাসনিক কেন্দ্র, রাজকীয় আবাস এবং মনোমুগ্ধকর বাগান। স্থপতিরা একে শুধু প্রাসাদ নয় বরং ছোট একটি শহরের সঙ্গে তুলনা করেছেন।

আলজাফেরিয়া, জারাগোজা

বিজ্ঞাপন

১১শ শতকে হুদিদের রাজাদের জন্য নির্মিত এই প্রাসাদটি ‘আনন্দময় প্রাসাদ’ নামে পরিচিত। বাইরে থেকে দুর্গের মতো হলেও ভেতরে সূক্ষ্ম আরক, প্যাটিও ও শিল্পকর্মের ছাপ দেখা যায়। বর্তমানে এটি আঞ্চলিক সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রিয়াল আলকাজার, সেভিলা

১০ম শতকে দুর্গ হিসেবে নির্মিত এবং পরে ১২শ শতকে পুনর্নির্মিত এই প্রাসাদে এখনো মুসলিম স্থাপত্যের প্রভাব প্রবল। সোনালী আর্চ, কলাম ও সূক্ষ্ম নকশা আলহামরার শিল্পশৈলীর প্রতিফলন ঘটায়।

বিজ্ঞাপন

এই স্থাপনাগুলো শুধু স্পেনের ইতিহাস নয়, বরং বিশ্বের ইসলামী স্থাপত্য ঐতিহ্যেরও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD