যে ৪ কাজকে মহানবী (সা.) কবিরা গুনাহ বলেছেন

হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কয়েকটি গুনাহ জানাব না?” আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল! তখন তিনি বললেন— ১. আল্লাহর সাথে কাউকে শরীক করা। ২. পিতামাতার অবাধ্য হওয়া। তারপর তিনি বসা অবস্থা থেকে সোজা হয়ে বললেন, সাবধান! ৩. মিথ্যা কথা বলা। সাবধান! ৪. মিথ্যা সাক্ষ্য দেয়া। (বুখারি ও মুসলিম ৫৯৭৬-৮৭)
বিজ্ঞাপন
ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, মিথ্যা সাক্ষ্য শিরকের সমপর্যায়ের। কারণ, ‘মিথ্যা কথা’ শব্দটি ব্যাপক এবং এর সর্বশ্রেষ্ঠ রূপ হলো শিরক। আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে তাঁর ক্ষমতা, গুণাবলী ও অধিকারকে ভাগ করা সবচেয়ে বড় মিথ্যা।
মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি সম্পর্কে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিঠে চাবুক মারতে হবে, মাথা ন্যাড়া করে দিতে হবে, মুখ কালো করে দিতে হবে এবং দীর্ঘদিন অন্তরীণ রাখার শাস্তি দিতে হবে।
বিজ্ঞাপন
ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে এক ব্যক্তির সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয়। তিনি তাকে একদিন প্রকাশ্যে জনসমাগমের স্থানে দাঁড় করিয়ে রাখেন। এবং ঘোষণা করে দেন যে, এ ব্যক্তি হচ্ছে ওমুকের ছেলে ওমুক, এ মিথ্যা সাক্ষ্য দিয়েছে, একে চিনে রাখো। তারপর তাকে কারাগারে আটক করেন। (বায়হাকী)