Logo

দেশব্যাপী আজিমুশ্বান ইসলামি জলসা শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৫:৩২
77Shares
দেশব্যাপী আজিমুশ্বান ইসলামি জলসা শুরু
ফাইল ছবি।

ফরিদপুরের আটরশির পীর বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং এর দাওয়াত কার্যক্রমের অংশ হিসাবে দেশব্যাপী পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা আয়োজন করেছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) উদ্বোধনী পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের পক্ষ থেকে জানান হয়েছে, আখেরী মুর্শেদ, আখেরী মুজাদ্দেদ, আল্লাহ ও রাসুল (সাঃ) এর এশক মহব্বতের সূর্য, আরেফে কামেল, মোর্শেদে মোকাম্মেল, সত্য জিন্দা পীর বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা ধুমধামে অনুষ্ঠিত হবে। উক্ত মহতী অনুষ্ঠানের প্রচার ও এলাকা ভিত্তিক পূর্ব প্রস্তুতি গ্রহনের সুবিধার্থে দেশব্যাপী জেলা ভিত্তিক পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি, বিশ্বওলী কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, জাকেরানদের ইমাম পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মুজাদ্দেদী দেশব্যাপী জেলা পর্যায়ে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং এর দাওয়াতী আজিমুশ্বান ইসলামি জলসা আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

বিজ্ঞাপন

৪ অক্টোবর ঠাকুরগাঁও থেকে পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর বরগুনায় অনুষ্ঠিত জেলা জলছার মাধ্যমে দেশব্যাপী জেলা ভিত্তিক জলসা সমাপ্ত হবে। উল্লেখ, দেশব্যাপী জেলা ভিত্তিক পবিত্র আজিমুশ্বান ইসলামি জলছার পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আওতাধীন সকল থানায় ১৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা অনুষ্ঠিত হবে।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের পক্ষ থেকে জানান হয়, দেশব্যাপী প্রতিটি জেলায় বিশাল সমারোহের সাথে পবিত্র আজিমুশ্বান ইসলামি জলসা অনুষ্ঠিত হবে। এতে জেলা পর্যায়ে প্রতিটি জলসায় লক্ষাধিক লোক সমাগম হবে। আল্লাহ ও রাসূলের মহব্বতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আলেম ওলামা এতে ওয়াজ নসিহত পেস করবেন। জেলা গুলোতে হাজার হাজার সেচ্ছাসেবী মানুষের জানমাল রক্ষায় কাজ করবেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD