ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা কি নারী না পুরুষ?

মানুষের মনে বহু প্রশ্ন জাগে—ফেরেশতারা কেমন সৃষ্টি? তারা কি পুরুষ না নারী?
বিজ্ঞাপন
ইসলাম এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী, ফেরেশতারা কোনোভাবেই পুরুষ বা নারী নন। তারা আল্লাহ তাআলার বিশেষ ও বিস্ময়কর সৃষ্টি—লিঙ্গ–নিরপেক্ষ, নিষ্পাপ ও শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনে নিয়োজিত।
বিশিষ্ট তাবেয়ী সাঈদ ইবনুল মুসাইয়াব রহ বলেন, ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। তারা পানাহার করে না। তারা বিবাহ-শাদী করে না। তার সন্তান জন্ম দেয় না। (ফাতহুল বারী ৬/৩০৬)
ইবনু হাজার আসকালানী রহ. বলেন, নিশ্চয় ফেরেশতারা, পুরুষও নয়, নারীও নয়। (ফাতহুল বারী ৮/২৯৮)
বিজ্ঞাপন
মোল্লা আলী কারী রহ. বলেন, ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহর প্রতিটি নির্দেশ তারা মান্য করে। তারা নিষ্পাপ। তারা আল্লাহর অবাধ্য হয় না। নারী ও পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। ফেরেশতাদের নারী হওয়ার দাবী আল্লাহ তাআলা কুরআন মজিদে প্রত্যাখ্যান করে দিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’–সূরা যুখরুফ ১৯। (শরহু আল-ফিকহুল আকবার, পৃষ্ঠা ২৭)
ইবনে কাসির রহ. উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, মুশরিকরা আল্লাহর বান্দা ফেরেশতাদের নারী ও আল্লাহর কন্যা মনে করত এবং আল্লাহর সঙ্গে তাদের উপাসনা করা তা ছিল পুরোপুরি ভুল। (তাফসিরে ইবন কাসির ৪/৫৭৭)
বিজ্ঞাপন
ফেরেশতাদের পরিচয় ও বৈশিষ্ট্য
ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালনকারী। তারা মর্যাদাবান, সচ্চরিত্রবান, স্বভাব ও কাজে পবিত্র। তারা আল্লাহর আদেশে বাধ্য, কোনো অবাধ্যতা করে না এবং যা আদেশ পান তাই করে থাকেন।
ফেরেশতারা নুরের সৃষ্টি
বিজ্ঞাপন
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নুর থেকে, এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের যেমন বলা হয়েছে তা থেকে। (কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে, কালচে কাদামাটি থেকে। -সুরা হিজর: ২৬ (সহিহ মুসলিম)
ফেরেশতাদের কখন সৃষ্টি করা হয়েছে?
ফেরেশতাগণ মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি। (সুরা বাকারা: ৩০)
বিজ্ঞাপন
পবিত্র কুরআনের এ আয়াত থেকে বোঝা যায় যে হযরত আদমের (আ.) সৃষ্টির আগেই ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছিল।
্র