এনায়েতপুর পাক দরবার শরীফের ৪র্থ সাজ্জাদানিশীন হুজুর পাকের অভিষেক

শতোর্ধ বছরের প্রাচীন, বাংলা ভারতের সহস্রাধিক খানকাহ, দরবার শরীফের রূহানী ফয়ুজাতের দস্তরখান ও মারকাজ, ঐতিহ্যবাহী বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ-এর চতুর্থ সাজ্জাদানিশীন হিসেবে অভিষিক্ত হয়েছেন শাহ্ সূফী হযরত খাজা মুহাম্মদ গোলাম মেহেদী (মা:জি:আ)।
বিজ্ঞাপন
তিনি উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, বরেণ্য সূফী ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক, সহস্রাধিক খানকাহ-দরবার শরীফের পীরগণের পীর, যুগ শ্রেষ্ঠ আউলিয়া, জামানার মহান মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ্ সূফী খাজা শাহ্ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের সুযোগ্য নাতি ও তৃতীয় পুরুষ। খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) ছাহেবের তৃতীয় সাহেবজাদা ও দরবার শরীফের মহামান্য তৃতীয় সাজ্জাদানিশীন হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) এঁর সুযোগ্য আওলাদ।
গতকাল ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি মোতাবেক ২৬ নভেম্বর ২০২৫ ঈশায়ী, রোজ বুধবার বাদ জোহর সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ কমপ্লেক্সে লাখো আশেকদের জমায়েতে তাঁর উপর এ-মহান গুরুদায়িত্ব অর্পন করা হয়। বিশেষ করে এ সময় আওলাদে খাজা হুজরান, লালকুঠি, ইউনুছিয়া, খাজায়েনে রহমত, আটরশি, প্যারাডাইস পাড়া, বিশ্ব ইসলাম প্রচার কেন্দ্র টাঙ্গাইল দরবারসহ দেশের বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ ও প্রতিনিধিবৃন্দ, নেসবতে শাহ্ এনায়েতপুরীর খানকাহ শরীফের দায়িত্বশীলগণ, জাকেরান, দরবার শরীফের বিভিন্ন সেক্টরের খাদেম-কর্মীবৃন্দ, দেশ বরেণ্য আলেম ওলামাগণ, সমাজের বিশিষ্টজন, বুদ্ধিজীবী, সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময় সাজ্জাদানিশীনের দায়িত্ব পালন করে হযরত মাওলানা খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের সুযোগ্য তৃতীয় সাহেবজাদা এবং বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য তৃতীয় সাজ্জাদানিশীন হযরত মাওলানা খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) গত ২৫ নভেম্বর ২০২৫ ঈশায়ী তারিখ রাত ১১:৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওফাত কালে উনার বয়স হয়েছিলো ১০৩ বছর।
বিজ্ঞাপন
মওলায়ে করীম বর্তমান সাজ্জাদানিশীন শাহ্ সূফী হযরত খাজা মুহাম্মদ গোলাম মেহেদী (মা:জি:আ) হুজুরকে বাংলা ভারতের সহস্রাধিক খানকা দরবারের অন্যতম রাহবার হিসেবে কবুল করুন, প্রবল ধৈর্য, দক্ষতা ও বিচক্ষণতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য তরিকার খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক ও হেকমত দান করুন। উনার ইলম ও হায়াতে বেশুমার বরকত দান করুন। খাজা হুজুরের মাধ্যম ও উছিলায় উর্ধতন আউলিয়া কেরামগণ হয়ে আহলে বাইতে আতহার ও রাসূল পাকের (দরূদ) পরিপূর্ণ নেক নজর, নেক তাওয়াজ্জু, ফয়েজ-করম উনার প্রতি কায়েম রাখুন।
আল্লাহুম্মা আমীন, বিহুরমাতি সাইয়্যিদীল মুরসালীন।








