Logo

মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে নতুন যে সময়সূচী

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৫
8Shares
মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে নতুন যে সময়সূচী
ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং রিয়াজুল জান্নাতে নফল ইবাদত পালনের জন্য নতুন সময়সূচি ও নিয়ম ঘোষণা করেছে দেশটির সরকার। মসজিদে নববিতে হাজি ও ওমরাহ পালনকারীসহ সকল দর্শনার্থীর সুবিধার জন্য এই আলাদা সময়সূচি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, মসজিদে নববিতে রওজা জিয়ারতের সময়সূচি পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য, নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের স্থানীয় সময় হলো রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং দিনের বেলা বেলা ১১টা ২০ মিনিট থেকে পবিত্র এশার নামাজ পর্যন্ত। তবে শুক্রবারে পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন—রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জন্য, নিয়মিত দিনগুলোতে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং রাতের বেলা এশার পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারতের সময় রাখা হয়েছে। আর শুক্রবার, নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য অবশ্যই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। অ্যাপের মাধ্যমে প্রতি বছর শুধুমাত্র একবারই বুকিং করা যাবে। এছাড়াও, যারা মসজিদে নববির কাছাকাছি অবস্থান করছেন, তারা ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্প ব্যবহার করে বুকিং সম্পন্ন করতে পারবেন।

বয়স্ক দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র: জিও নিউজ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD