Logo

এনায়েতপুর পাক দরবার শরীফে ১১১তম ওরছ শরীফ শুরু আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৬
এনায়েতপুর পাক দরবার শরীফে ১১১তম ওরছ শরীফ শুরু আগামীকাল
ছবি: সংগৃহীত

আগামীকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) থেকে সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফে শুরু হতে যাচ্ছে ১১১তম পবিত্র ওরছ শরীফ।

বিজ্ঞাপন

খাজাবাবা শাহ্ এনায়েতপুরী (রহ:)-এর স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে বরাবরের মতো এবারও দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও আশেকান সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

ওরছ শরীফ উপলক্ষে এনায়েতপুর শরীফ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করে অপূর্ব সাজে সজ্জিত করা হয়েছে। এলাকাবাসীর ঘরে ঘরে উৎসবের আমেজ। যমুনা নদীর তীরবর্তী এই পুণ্যভূমিতে আগতদের জিকির-আসকার ও ইবাদত-বন্দেগির জন্য প্যান্ডেল, ওজুখানা এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।

তিন দিনের কর্মসূচি: আগামীকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) লক্ষ লক্ষ মুসল্লির জমায়েতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমআ'র নামাজ এবং বাদ জুমআ লাল রংয়ের কাপড়ে আল্লাহু আকবার খচিত পবিত্র ঝান্ডা মুবারক উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে ঐতিহাসিক ১১১তম পরম পবিত্র ওরছ শরীফ।

বিজ্ঞাপন

কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকির-আসকারের মধ্যদিয়ে ওরছ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।

১৭ জানুয়ারি (শনিবার): দিন-রাত ব্যাপী দেশবরেণ্য আলেম ওলামা ও পীর-মাশায়েখগণের ওয়াজ-নসিহত ও আধ্যাত্মিক আলোচনা চলবে।

১৮ জানুয়ারি (রবিবার): সকালে বিশ্ব মানবতার কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে ওরছের সমাপ্তি হবে।

বিজ্ঞাপন

ওরছ শরীফ নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং কঠোর নজরদারির মাধ্যমে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনায়েতপুর দরবার শরীফ কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD