শবে বরাতের তারিখ নির্ধারণ হবে সোমবার সন্ধ্যায়

পবিত্র শবে বরাত কবে পালিত হবে, তা জানা যাবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বিজ্ঞাপন
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখার তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে জানানো যাবে।
ইসলামিক শরিয়ত অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাত অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হয়। এ মাস শেষ হওয়ার মধ্য দিয়েই শুরু হয় পবিত্র রমজান মাসের প্রস্তুতি।
বিজ্ঞাপন
চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।








