Logo

মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়তে হয়

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৫
9Shares
মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়তে হয়
প্রতীকী ছবি।

দুনিয়াতে জন্মগ্রহণকারী প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মায়াঘেরা এই পৃথিবীর সব মোহ ত্যাগ করে সবাইকে একসময় না-ফেরার দেশে পাড়ি জমাতে হয়। সেখানে কেউ কারও বন্ধু বা শত্রু নয়; প্রত্যেককেই নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহ তা’য়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

বিজ্ঞাপন

মৃত্যুর পর পরকালীন জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যারা এ মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন, তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে। আর যারা এ মঞ্জিলে শাস্তি পাবেন, তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়ংকর হবে।

হাদিসে এসেছে, কেউ মৃত্যুবরণ করলে দ্রুত তার গোসল, কাফন, জানাজা ও দাফনের কাজ যথাসম্ভব সম্পন্ন করা উচিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করবে। যদি সে নেক ব্যক্তি হয়, তবে তাকে তোমরা তার কল্যাণের নিকটবর্তী করে দিলে; আর যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে দিলে। (বোখারি : ১৩১৫)

অনেকেই নারীদের জানাজার সঠিক নিয়ম ও দোয়া সম্পর্কে স্পষ্ট জানেন না। এ বিষয়ে বিস্তারিত জানান বিভিন্ন ওলামায়ে কেরাম নিম্নে তা তুলে ধরা হলো_

বিজ্ঞাপন

জানাজার সুন্নত নিয়ম

১. মৃত ব্যক্তি পুরুষ হোক বা নারী, ইমাম তার সিনা বরাবর দাঁড়াবেন। (বোখারি : ১২৪৬)

২. প্রথম তাকবিরের পর ছানা পড়া। জানাজার ছানা নামাজের ছানার চেয়ে একটু ভিন্ন। যেমন (উচ্চারণ), সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়াতা বারাকাসমুকা, ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানা-উকা, ওয়া লা-ইলাহা গায়রুক।

বিজ্ঞাপন

৩. দ্বিতীয় তাকবিরের পর দরুদ পড়া। (আমাদের নামাজে যেই দরুদ পড়ি)

৪. তৃতীয় তাকবিরের পর দোয়া পড়া। (ইবনে আবি শায়বা : ৩/২৯৫)

মৃত ব্যক্তি যদি বালেগ (প্রাপ্তবয়স্ক) পুরুষ বা মহিলা হয়, তবে এই দোয়া পড়া

বিজ্ঞাপন

আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান।

অর্থ: হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং গায়েবদের, ছোট এবং বড়দের ও আমাদের নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যুদান করবেন তাকে ইমানের সঙ্গেই মৃত্যু দিন। (তিরমিজি : ৯৪৫)

বিজ্ঞাপন

মৃত যদি ছেলেশিশু হয়, তবে এই দোয়া পড়া

আল্লাহুম্মাজআলহু লানা ফারাতাঁও ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁ, ওয়াজআলহু লানা শা-ফিআও ওয়া মুশাফ্ফাআ।

মেয়েশিশু হলে এই দোয়া পড়া

বিজ্ঞাপন

আল্লাহুম্মাজআলহা লানা ফারাতঁও ওয়াজআলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁ, ওয়াজআলহা লানা শা-ফিআতাঁও ওয়া মুশাফ্ফাআহ।

৫. চতুর্থ তাকবিরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। মনে রাখতে হবে, জানাজার প্রথম তাকবির ছাড়া পরের তাকবিরগুলোতে হাত উত্তোলন করবে না। আর নামাজিদের কাতার তিন, পাঁচ, সাত এভাবে বিজোড়ভাবে দাঁড় করাবে। (সুনানে কুবরা : ৭২৩৮)

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD