Logo

অন্ধকারের অনিষ্ট থেকে মুক্তি চাওয়ার দোয়া: সূরা আল- ফালাক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫১
1Shares
অন্ধকারের অনিষ্ট থেকে মুক্তি চাওয়ার দোয়া: সূরা আল- ফালাক
ছবি: সংগৃহীত

সুরা ফালাক পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ ও ছোট আয়াত বিশিষ্ট্য সূরাগুলোর মধ্যে একটি। এর আয়াত সংখ্যা মোট পাঁচটি। এই সূরা মাক্কী সূরায় অন্তর্ভুক্ত। ফালাক সূরা থেকে শয়তানের আক্রমণ ও জাদুটোনা, রাতের অন্ধকারের অনিষ্টসহ সব ধরনের মন্দ বিষয় থেকে মুক্ত থাকার শিক্ষা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূরা ফালাক-

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - مِن شَرِّ مَا خَلَقَ - وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

বিজ্ঞাপন

সূরা ফালাকের বাংলা উচ্চারণ-

কুল আউজু বিরাব্বিল ফালাক্ব; মিন শাররি মা খালাক্ব; ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব; ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ; ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি )

সূরা ফালাকের বাংলা অর্থ-

বিজ্ঞাপন

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। (সূরা ফালাক, আয়াত : ১-৫)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD