Logo

আজ পবিত্র শবে মেরাজ, ইবাদত-বন্দেগিতে কাটবে মহিমান্বিত রাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৩:২৩
আজ পবিত্র শবে মেরাজ, ইবাদত-বন্দেগিতে কাটবে মহিমান্বিত রাত
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

বিজ্ঞাপন

ইসলামি বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এক অনন্য ও অলৌকিক সফরের সৌভাগ্য লাভ করেন। এই রাতে তিনি মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে গমন করেন এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন। ইতিহাসে এই ঘটনাটি ‘ইসরা ও মেরাজ’ নামে সুপরিচিত।

বর্ণিত আছে, এই মহিমান্বিত সফরের সময় মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান প্রাপ্ত হন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের নির্দেশ এই রাতেই দেওয়া হওয়ায় শবে মেরাজ মুসলমানদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।

বিজ্ঞাপন

ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় উল্লেখ রয়েছে, মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুরসহ বিভিন্ন আসমানি নিদর্শন পরিদর্শন করেন। এ সময় তিনি জান্নাত, তার নেয়ামত ও ফেরেশতাদের নানা আলামত প্রত্যক্ষ করেন।

পবিত্র এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। অনেকেই আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনায় সারা রাত ইবাদতে কাটান।

বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মধ্য দিয়ে পালিত শবে মেরাজ মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও বরকত লাভের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD