লাখ লাখ ভক্তের উপস্থিতিতে সমাপ্ত খাজা শাহ্ এনায়েতপুরী (রহ.)–এর ১১১তম ওরছ শরীফ

আজ ১৮ জানুয়ারি সকালে লাখ লাখ ভক্ত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসলমানদের গগনবিদারী আমীন আমীন ধ্বনি ও অশ্রু সিক্ত আখেরি মুনাজাতের মধ্যদিয়ে সুসম্পন্ন হলো সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের ১১১তম ওরছ শরীফ।
বিজ্ঞাপন
গত ১৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমআ আল্লাহু আকবার খচিত লাল বর্ণের ঐতিহাসিক ঝান্ডা মুবারক উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, শাহান শাহে তরিকত, ওলিয়ে কামেল হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:)'র ১১১তম ওরছ মুবারকের কার্যক্রম।
এই ধর্মীয় আয়োজনে নেসবতের বাংলা ভারতের বিভিন্ন দরবার ও খানকা শরীফের প্রতিনিধি, শিক্ষাদাতা ও কাফেলার লিডার, কর্মীসহ লাখ লাখ ভক্ত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসলমান এনায়েতপুর পাক দরবার শরীফে সমবেত হন। ওরছ শরীফ উপলক্ষে দরবার শরীফ ও আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করে অপূর্ব সাজে সজ্জিত করাসহ ছিলো পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশ। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো কুরআন হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার তালীম, কুরআনে পাকের তিলাওয়াত, হামদ-নাত, গজল পরিবেশনা, জিকির আসকার, মিলাদ কিয়াম এবং ইসলামের আদর্শে জীবন পরিচালনার আহবানে নানা ইবাদত ভিত্তিক আয়োজন।
বিজ্ঞাপন
উল্লেখ্য যে, হযরত খাজা শাহ এনায়েতপুরী (রহ:) ছাহেব তাঁর পীর ও মুর্শিদ, রাসুলুল্লাহ'র (দরূদ) বংশধর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগীর (রহ:) নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা ১৩২২ সালে সর্বপ্রথম পবিত্র ওরছ শরীফ উদযাপন করেন। সেই থেকে অদ্যবধি নিরবিচ্ছিন্নভাবে চলমান আছে এই পবিত্র ওরছ শরীফ উদযাপন।
ঐতিহ্যবাহী পবিত্র ওরছ শরীফের আখেরি মুনাজাত পরিচালনা করেন এনায়েতপুর পাক দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত খাজা গোলাম মেহেদী (মা:জি:আ:)।
আখেরি মুনাজাতে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে ইন্তেকালপ্রাপ্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া, ওলি, আবদাল, গাউস, কুতুব, জাকেরান-আশেকান, মুসলমান নরনারীদের রূহে সওয়াব রেছানী এবং মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এ সময় আওলাদে খাজা হুজরানগণ, খাজা পরিবারের সম্মানিত সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দরবার শরীফের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তি ও খাদেমগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ওরছ চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি ভক্তদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে।
ওরছ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য দরবার শরীফ কর্তৃপক্ষ প্রশাসনসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








