‘হাসিনাকে ফাঁসির দড়িতে না ঝুলানো পর্যন্ত স্বপ্নেও নাম মাথায় ঘুরবে’

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) জমজ ভাই ও সদ্য বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, যতদিন পর্যন্ত তিনি হাসিনাকে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সচেতনভাবে কিংবা স্বপ্নে শেখ হাসিনার নাম মাথায় ঘুরে বেড়াবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিভাইয়েড আইডি থেকে পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেছেন।
মীর স্নিগ্ধ তার ফেসবুক পোস্টে লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেছেন, এই নাম যতবার মুখে আসে, তা কেবল ঘৃণার প্রতিফলন।

তিনি বলেন, এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।
বিজ্ঞাপন
এর আগে, মীর স্নিগ্ধ ফেসবুকে বিএনপিতে যোগদানের কারণও জানিয়েছেন। তার মতে, রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য হলো জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের ‘ভয়েস’ হয়ে ওঠা এবং তরুণদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।








