বাংলাদেশের স্বাধীনতার অবমাননা করেছেন মোদী: মিত্র চাকমা

বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একইসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে সেটিকে ‘ভারতের বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। মোদির বার্তায় বাংলাদেশের নাম, স্বাধীনতা বা যৌথ বাহিনীর লড়াইয়ের কথা একবারও উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। বাংলার সূর্যসন্তানরা বুকভরা সাহস এবং অপরিসীম ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন করেছিলেন। এই সত্য অনস্বীকার্য যে, মুক্তিযুদ্ধকালে আন্তর্জাতিক পর্যায়ে কিছু সহযোগিতা ও সমর্থন ছিল। কিন্তু বিজয়ের মূল কারিগর বীর মুক্তিযোদ্ধারা—বাংলার সূর্যসন্তানরা; কোনো বিদেশি শক্তি নয়।
বিজ্ঞাপন
মিত্র চাকমা উল্লেখ করেন, যুদ্ধের পর ভারত এই দেশে যে লুটপাট চালিয়েছে এবং বাংলাদেশকে করদরাজ্য বানানোর যে প্রচেষ্টা নিয়েছে, তা সর্বজনবিদিত।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননা করেছেন মোদী উল্লেখ করে বলেন, এটি এক ধরনের ভারতীয় আগ্রাসী মানসিকতার ধারার অংশ। আমি ঘৃণাভরে এবং দৃঢ়ভাবে এই বক্তব্যের নিন্দা জানাই।
বিজ্ঞাপন
তিনি আরও মন্তব্য করেন, এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে মোদির বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানানো উচিত। বিজয় দিবসের তাৎপর্য হলো আমাদের জাতীয় ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং স্বাধীনতার চেতনার স্মরণ। এটি কোনোভাবেই অন্য কোনো দেশের অর্জন হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।







