Logo

দীর্ঘ ১৭ বছর পর শ্বশুরবাড়িতে প্রাণিপ্রেমী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২১:১৭
9Shares
দীর্ঘ ১৭ বছর পর শ্বশুরবাড়িতে প্রাণিপ্রেমী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমণ্ডিতে নিজের শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি শ্বশুরবাড়িতে যান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বাড়ির কয়েকটি বিড়ালকে আদর করতে দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট একটি ঘরে থাকা বিড়ালগুলোকে নেটের ফাঁক দিয়ে হাত দিয়ে আদর করছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে—‘প্রাণিপ্রেমী তারেক রহমান’।

বিজ্ঞাপন

ছবিটি প্রকাশের পর নেটিজেনরা প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।”

অন্য একজন মন্তব্য করেছেন, “অসাধারণ একটি ছবি! প্রাণীদের প্রতি এই মমত্ববোধ সত্যিই প্রশংসনীয়।”

বিজ্ঞাপন

তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ও ঢাকায় এসেছে। পরিবারের সঙ্গে জেবু গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছে।

উল্লেখযোগ্য, ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন সকাল ১১:৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD