Logo

রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৫
রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী
শরিফ ওসমান হাদি | ফাইল ছবি

দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা রাষ্ট্রের কাছে পুনরায় স্বামীর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, নিজের ও সন্তানের পক্ষ থেকে ন্যায়বিচার ছাড়া তাদের আর কোনো প্রত্যাশা নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে রাবেয়া ইসলাম শম্পা উল্লেখ করেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার।

বিজ্ঞাপন

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই তার ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD