রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী

দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা রাষ্ট্রের কাছে পুনরায় স্বামীর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, নিজের ও সন্তানের পক্ষ থেকে ন্যায়বিচার ছাড়া তাদের আর কোনো প্রত্যাশা নেই।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে রাবেয়া ইসলাম শম্পা উল্লেখ করেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার।
বিজ্ঞাপন
তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই তার ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন।









