Logo

আইপিএল ফাইনালে হার্দিকের কাণ্ডে‌ অবাক হলেন গাভাস্কার

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৩, ০২:৪৭
21Shares
আইপিএল ফাইনালে হার্দিকের কাণ্ডে‌ অবাক হলেন গাভাস্কার
ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে ১৩ ম্যাচের মধ্যে ২৭ উইকেট নিয়েছেন মোহিত। ফাইনালেও পান ৩ উইকেট।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনালে শেষ ওভারটা করতে এসেছিলেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। চেন্নাইয়ের দরকার ছিল মাত্র ৬ বলে ১৩ রান। প্রথম চারটি বল ছিল ইয়র্কার। রান উঠেছিল মাত্র তিন। কিন্তু শেষ দুই বলে একটি ছয় ও চার মেরে চেন্নাইকে জিতিয়ে দেন রবীন্দ্র জাদেজা।

প্রসঙ্গত, টুর্নামেন্টে ১৩ ম্যাচের মধ্যে ২৭ উইকেট নিয়েছেন মোহিত। ফাইনালেও পান ৩ উইকেট। যোগ্য বোলারের হাতেই শেষ ওভারের দায়িত্ব তুলে দিয়েছিলেন হার্দিক। দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন মোহিত। কিন্তু শেষ দুই বলে বাজিমাত করে গেল চেন্নাই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যে বোলার প্রথম ৪টি বল এত ভাল করলেন, শেষ দুই বলের সময় তার কী হল?‌ সুনীল গাভাস্কার তুলে দিয়েছেন প্রশ্ন। তার কথায়, ‌প্রথম ৪টি বল দুর্দান্ত করেছিল মোহিত। তারপরই একটা বিষয় দেখে অদ্ভুত লাগল। দেখলাম তার জন্য জল নিয়ে আসা হল। ওভারের মাঝখানেই এটা করা হলো। এরপর হার্দিক এসে মোহিতের সঙ্গে কথা বলল। 

বিজ্ঞাপন

গাভাস্কার জানান, ''একজন বোলার যখন ছন্দ পেয়ে গেছে, এবং মানসিকভাবে চাঙ্গা আছে, তখন সেই বোলারকে কিছু বলা ঠিক নয়। দূর থেকে বলা যেতে পারে, ভাল বল করছ। কিন্তু তাই বলে এতকিছু বলার তো দরকার নেই। যেখানে সেই বোলার ভাল বল করছে। এরপরই দেখলাম পঞ্চম বল করার আগে মোহিত এদিক ওদিক তাকাচ্ছে। তার আগ পর্যন্ত তাকে বেশ ফোকাসড লাগছিল। ওই ঘটনার পরেই যেন ছন্দ হারাল মোহিত। শেষ দুই বলে দিয়ে ফেলল ১০ রান।''

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD