Logo

কাবা ঘর মুছে প্রশংসায় ভাসছেন রিজওয়ান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ২২:৫৭
48Shares
কাবা ঘর মুছে প্রশংসায় ভাসছেন রিজওয়ান
ছবি: সংগৃহীত

মা, স্ত্রী ও অধিনায়ক বাবর আজমও রিজওয়ানের সঙ্গে হজে গেছেন এবার।

বিজ্ঞাপন

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করেছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেখানে তাকে দেখা গেল নিজ হাতে পবিত্র মক্কা শরিফের মেঝে মুছতে।

আগামী ২৭ জুন পবিত্র হজ পালিত হবে। মা, স্ত্রী ও অধিনায়ক বাবর আজমও রিজওয়ানের সঙ্গে হজে গেছেন এবার। গত ১৮ জুন তারা সৌদি পৌঁছান। সৌদিতে যাওয়ার পরপরই তাদের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এবার ভাইরাল হয়েছে রিজওয়ানের কাবা ঘর মোছার ভিডিও।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,  একটি বড় মুছনি নিয়ে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে রিজওয়ান নিজেই মুছছেন পবিত্র কাবা ঘরের মেঝে। রিজওয়ানের এই নিরঅহংকার কাজে সবার প্রশংসায় ভাসছেন  এ ওপেনার ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে বাটলার

এর আগে গত মে মাসে ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাবর ও রিজওয়ান।

বিজ্ঞাপন

সেখানে গিয়ে একজন শিক্ষককে পবিত্র কুরআন শরীফ উপহার দেন রিজওয়ান। এছাড়া নিউজিল্যান্ডে গিয়েও তিনি মসজিদে গিয়ে ইসলামের বয়ান দিয়েছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কাবা ঘর মুছে প্রশংসায় ভাসছেন রিজওয়ান