Logo

পিএসজি শিবিরে যোগ দিলেন আসেন্সিও

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ২১:৩৭
31Shares
পিএসজি শিবিরে যোগ দিলেন আসেন্সিও
ছবি: সংগৃহীত

'ফ্রি এজেন্ট' হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী ফুটবলার আসেন্সিও।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি যোগ দিয়েছেন মার্কো আসেন্সিও। তিন বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

পিএসজি এক বিবৃতি দিয়ে জানায়,  'ফ্রি এজেন্ট' হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী ফুটবলার আসেন্সিও।

বিজ্ঞাপন

সর্বেশষ মৌসুমের পর রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয় আসেন্সিও। মেয়াদ না বাড়িয়ে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালে মায়োর্কা থেকে রিয়ালে পাড়ি জমান আসেন্সিও। প্রথম ২ বছর অন্য ক্লাবে ধারে খেলার পর যুক্ত হন মাদ্রিদের ক্লাবটিতে। রিয়ালের অনেক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আসেন্সিও। ক্লাবটির হয়ে ১৭টি শিরোপা জিতেছেন তিনি; এর মধ‍্যে আছে ৩টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।

বিজ্ঞাপন

ইউরোপের সফলতম দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৯টি ম্যাচ খেলেছেন আসেন্সিও। ৬১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। এবার তার সামনে ফ্রান্সে নিজের ছাপ রাখার চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

পিএসজিতে নিজের পুরনো কোচ লুইস এনরিকের সাথে কাজ করবেন আসেন্সিও। গেল বুধবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডাগআউটে ক্রিস্তোফ গালতিয়ের স্থলাভিষিক্ত হন ৫৩ বছর বয়সী এনরিকে। স্পেন জাতীয় দলে তিনি ছিলেন আসেন্সিওর কোচ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD