Logo

যে শর্ত না মানলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ২০:৫৪
31Shares
যে শর্ত না মানলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান
ছবি: সংগৃহীত

উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি তার সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

এশিয়া কাপ খেলতে ভারতে যেতে চাচ্ছে না পাকিস্তান। তারা এশিয়ার ক্রিকেটের এই সর্বোচ্চ আসর খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। সেই সূত্র ধরেই এবার ভারতের ওপর পাল্টা শর্ত চাপালেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি বললেন, যদি ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চায়, তবে পাকিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। 

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান জানান, “যখন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীনে এসেছে, তখন থেকেই আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি ভারত এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, তবে আমরাও বিশ্বকাপে একই দাবি তুলবো।”

বিজ্ঞাপন

মন্ত্রী জানালেন, উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি তার সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানিয়েছেন। এখন শাহবাজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার মতে ক্রিকেট নিয়ে রাজনীতি করছে ভারত। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‌“আমি বুঝতে পারছি না ভারত কেন তার ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাতে চায় না। কিছুদিন আগেও বেসবলের বড় বহর ভারত থেকে ইসলামাবাদে খেলতে এসেছে। তাদের তাস খেলার একটি দলও পাকিস্তান ভ্রমণ করেছে। যে বহরের ৬০ জনের বেশি সদস্য ছিল। আমি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম। তারা এখান থেকে জিতে গেছে। পাকিস্তানের ফুটবল, হকি ও দাবা টিমও ভারত সফর করেছে’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD