Logo

লন্ডন যাচ্ছেন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ২২:৪২
68Shares
লন্ডন যাচ্ছেন তামিম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৮ ঘণ্টা পর অবসর ভেঙে আবারও ফেরার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট দলের অধিয়নায়ক তামিম ইকবালের ইনজুরি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এ নিয়ে নানান টানাপোড়নের একপর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষনা দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৮ ঘণ্টা পর অবসর ভেঙে আবারও ফেরার কথা জানান তিনি।

এদিকে, অবসর ভাঙলেও ক্রিকেটে ফিওরতে দেড় মাসের বিরতি নিয়েছেন তামিম। এই সময়ে নিজের ফিটনেস ও কোমরের চোট নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সেই লক্ষ্যেই এবার তিনি  লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বললেন, “তামিম দুবাই যাচ্ছে। সেখান থেকে ২৫ থেকে ২৬ জুলাই ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয়, না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।”

তিনি আরও বলেন, “এর মাঝে আমরা ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসছে এশিয়া কাপে তামিমই অধিনায়ক কিনা প্রশ্নে বিসিবির এই পরিচালকের মন্তব্য, আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।

জেবি/এসবি 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD