Logo

মেসির অ্যাসিস্টে এমবাপের জোড়া গোল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
14Shares
মেসির অ্যাসিস্টে এমবাপের জোড়া গোল
ছবি: সংগৃহীত

আগের ম্যাচে হারের হতাশা ভুলে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি। কিলিয়েন এমবাপের জোড়া গোলে সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি দলটি। অবশ্য এমবাপের দুটি গোল...

বিজ্ঞাপন

আগের ম্যাচে হারের হতাশা ভুলে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি। কিলিয়েন এমবাপের জোড়া গোলে সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি দলটি। অবশ্য এমবাপের দুটি গোলেই অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই জয়ে লিগে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়ার পর মেসির অ্যাসিস্টে জোড়া গোল করেন এমবাপে। আর এমবাপের অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন দানিলো পেরেইরা।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। এমবাপের কাছ থেকে বল উড়িয়ে মেরে ভাল সুযোগ নষ্ট করেন নেইমার। এর কিছুক্ষণ পর ইউসুফের শট ফিরিয়ে পিএসজির জাল অক্ষত রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। কিন্তু ১৬তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে পিএসজি। নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে সহজেই গোল করেন এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ২২ মিনিটে মেসির ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। ২৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি শট ঠেকান তিনি।

বিরতির আগে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে গোল করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। এর চার মিনিট পর মেসির আরেকটি অ্যাসিস্টে জোড়া গোলের দেখা পান এমবাপে। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২তম মিনিটে এমবাপের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। ৭৪তম মিনিটে মেসির পাস থেকে দ্বিতীয়ার্ধে বদলি নামা ডি মারিয়ার দারুণ শট ফিরিয়ে ব্যবধান আর বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক।

এই জয়ের ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD