Logo

নিরবতা ভাঙলেন তামিম, ভিডিও বার্তায় খোলাসা করবেন সব

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ২১:৫১
26Shares
নিরবতা ভাঙলেন তামিম, ভিডিও বার্তায় খোলাসা করবেন সব
ছবি: সংগৃহীত

তবে ক্রিকেট প্রেমী ও তামিম ভক্তদের দাবি ছিল, এই ঘটনার পেছনে আছে ভিন্ন ঘটনা

বিজ্ঞাপন

আসছে বিশ্বকাপের দলে জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা গণমাধ্যমকে জানায়, তামিমই বিশ্বকাপ দলে থাকতে চাননি।

আর আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “ইনজুরি কনসার্ন থেকেই তামিমকে দলে রাখা হয়নি। তবে ক্রিকেট প্রেমী ও তামিম ভক্তদের দাবি ছিল, এই ঘটনার পেছনে আছে ভিন্ন ঘটনা।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দল ঘোষণার পর অনেকটা সময় চুপ ছিলেন তামিম। তবে এবার তিনি মুখ খুলেছেন। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তামিম জানিয়েছেন, গত কয়দিনে যা যা ঘটেছে তা তিনি ভিডিও বার্তায় সবাইকে জানাবেন।

বিজ্ঞাপন

তামিম সামাজিকমাধ্যম  ফেসবুক পেজে লিখেছেন, “আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।  গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নিরবতা ভাঙলেন তামিম, ভিডিও বার্তায় খোলাসা করবেন সব