Logo

আয় কমলো মাশরাফির

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৬
78Shares
আয় কমলো মাশরাফির
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আয় কমেছে

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আ. লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আয় কমেছে। হবে তার আয় কমলেও সম্পদ বেড়েছে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বর্তমানে তার বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। একাদশ জাতীয় নির্বাচনে পাঁচ বছর আগে যা ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।

বিজ্ঞাপন

১২তম জাতীয় নির্বাচনের হলফনামায় মাশরাফি বিন মুর্তজা উল্লেখ করেছেন, শেয়ার মার্কেট থেকে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেন।

বিজ্ঞাপন

একাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় যা ছিল, কৃষিখাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) থেকে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে। পাঁচ বছর আগে ছিল ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণ বাদে) সম্পত্তি।

বিজ্ঞাপন

এর মধ্যে, তার হাতে নগদ রয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা। তিন ব্যাংকে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। বন্ড রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্র ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা। এছাড়া একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে। যেগুলোর মূল্য ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয় তলা বিশিষ্ট বাড়ি রয়েছে।  

নিজের নামে কৃষিজমি আছে ৩.৬১ একর। যার বর্তমান মূল্য ৩৭ লাখ টাকা। সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ রয়েছে মাশরাফির।

বিজ্ঞাপন

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গনমাধ্যমকর্মীদের জানান, নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার আয় কমলেও সম্পদ বেড়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আয় কমলো মাশরাফির