Logo

যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবির বস

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৯
61Shares
যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবির বস
ছবি: সংগৃহীত

বিসিবি বস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন

বিজ্ঞাপন

নতুন সরকারের মন্ত্রীদের নাম মঙ্গলবার (১০ জানুয়ারি) ঘোষিত হয়েছিল। বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের এমপি নাজমুল হোসেন পাপনের নাম পূর্ণ মন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পরপরই ক্রিকেট পাড়ায় জল্পনা-কল্পনা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি বস।

পাপনের ঘনিষ্ঠ সূত্র থেকে এবং বিসিবি’র বিভিন্ন মাধ্যমে শোনা যায়, পাপন পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। মঙ্গলবার  এই আলোচনা হলেও সকাল থেকেই শোনা যাচ্ছিল বিসিবি বস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাধারণত প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। পাপন পূর্ণ মন্ত্রী এ নিয়ে খানিকটা দ্বিধাবোধ ছিল। তবে সকল জল্পনা-কল্পনার শেষে নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাট করেছেন। যা ক্রীড়া মন্ত্রণালয়ে এবার প্রথমবার ঘটল। আর ক্রীড়াঙ্গনের অনেকেই এতে বিস্মিত হয়েছেন।

ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকা ব্যক্তিদের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম দায়িত্ব পান সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মহানগরী ফুটবল কমিটির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সাদেক হোসেন খোকার পরে ক্রীড়াঙ্গন থেকে দ্বিতীয় মন্ত্রী ছিলেন আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। এরপর যথাক্রমে হয়েছিলেন আহাদ আলী সরকার, বিরেণ শিকদার ও জাহিদ আহসান রাসেল প্রতিমন্ত্রী হয়েছিলেন ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি সম্পৃক্ততা ছাড়াই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন আবাহনী ক্লাবের পরিচালকের পাশাপাশি বিসিবি বসের দায়িত্বে এক দশকেরও বেশি সময় ধরে আছেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি গত এক দশকে ক্রীড়াজগতের অন্যতম নীতি-নির্ধারক ছিলেন।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD