Logo

মারামারি করে নিষিদ্ধ হলেন ৩ পাকিস্তানি ক্রিকেটার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩
51Shares
মারামারি করে নিষিদ্ধ হলেন ৩ পাকিস্তানি ক্রিকেটার
ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট চলাকালে ওই ক্রিকেটাররা নাকি মারামারিতে জড়িয়েছিলেন

বিজ্ঞাপন

পাকিস্তানেজাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এক অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে। মারামারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন-  শাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

জানা যায়, টুর্নামেন্ট চলাকালে ওই ক্রিকেটাররা নাকি মারামারিতে জড়িয়েছিলেন। যেখানে দু’জনে মিলে একজনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একজন ক্রিকেটার অভিযোগ দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর দু’দিন অতিবাহিত হলেও বিষয়টি ছিল বোর্ডের অজানা। পরে  আয়েশা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করলে ৩জনকেই নিষিদ্ধ করে পিসিবি। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই ৩ ক্রিকেটার।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মারামারি করে নিষিদ্ধ হলেন ৩ পাকিস্তানি ক্রিকেটার