Logo

প্রথম জয়ের সন্ধানে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৪, ০১:০৪
43Shares
প্রথম জয়ের সন্ধানে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে চমক দেখানো সিলেট স্ট্রাইকার্স এবার ঠিক ‘মুদ্রার উল্টো পিঠ’ দেখছে

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে চমক দেখানো সিলেট স্ট্রাইকার্স এবার ঠিক ‘মুদ্রার উল্টো পিঠ’ দেখছে। টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মাশরাফি বিন মর্তুজার দল। ঢাকা পর্বের পর হোম ভেন্যু সিলেটে এক ম্যাচ খেলে ফেললেও ভাগ্য বদলায়নি স্বাগতিক দলটির। 

সোমবার (২৯ জানুয়ারি) হ্যাটট্রিক হারের পর প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছে সিলেট। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যাদের বিপক্ষে ঢাকা পর্বে হেরেছিল মাশরাফি বাহিনী। প্রতিশোধের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিলেটের ঠিক বিপরীত চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। চলতি আসরে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শুভাগত হোম এণ্ড কোং। কখনো শিরোপার দেখা না পাওয়া চট্টগ্রাম এবারের বিপিএলের ড্রাফট শেষে কিছুটা হতাশই করেছিল ভক্ত-সমর্থকদের। খুব বড় কোন নাম ছিল না ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে। স্থানীয় তরুণদের রিক্রুট করেই দল গোছানোর কাজ শেষ করেছিল তারা। 

তবে টুর্নামেন্ট শুরুর পরেই অন্য এক চট্টগ্রামকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত। চার ম্যাচে তিন জয়ের পাশাপাশি ব্যাটিং-বোলিংয়ে নতুন মুখদের কাছ থেকেও দারুণ সার্ভিস পাচ্ছে বন্দরনগরীর দলটি। টুর্নামেন্টের মাঝপথে আবার নতুন করে নিজেদের শক্তি বাড়াচ্ছে চ্যালেঞ্জার্সরা। দলে ভিড়েছেন মোট চার বিদেশি। 

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, সামিত প্যাটেল, হ্যারি ট্যাক্টর, মাশরাফি মুর্তজা (অধিনায়ক),দুশান হেমন্ত, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD