Logo

তামিম-সাকিবের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫
243Shares
তামিম-সাকিবের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

সিলেটে তাদের সাথে আলাদা বৈঠক করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন এনায়েত হোসেন সিরাজ

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু টাইগার কাপ্তান সাকিব আল হাসানের কারণে তদন্ত রিপোর্ট জমা দিতে পারছিলেন না কমিটি। অবশেষে সোমবার (২৯ জানুয়ারি) অধিনায়ক সাকিবের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি। শুধু সাকিবই নন, এদিন সাবেক কাপ্তান তামিমের সাতেও তারা দেখা করেছেন। সিলেটে তাদের সাথে আলাদা বৈঠক করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন এনায়েত হোসেন সিরাজ।

তিন সদস্যের কমিটি সোমবার দুপুরে সাকিব-তামিমের সাথে আলাদা বৈঠকে বসেন। কমিটির অপর দুই সদস্য হলেন বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ সংবাদমাধ্যমে বৈঠকের বিষয়ে বলেন, ‘আমি মনে করি আলোচনা বেশ গতিশীল ছিল। তবে ফলপ্রসূ হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারবো না। দুজনকে নিয়ে আলাদা ভাবে বসেছিলাম। রিপোর্ট আমরা বোর্ডে জমা দিয়ে দেবো। শুধু সাকিব-তামিম বিষয় না; বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়েই কথা হয়েছে বৈঠকে। তাদের কাছেও আমরা বিভিন্ন পরামর্শ চেয়েছি।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠক শেষ করে কমিটির সদস্যরা আবার ঢাকায় ফেরত যাচ্ছেন, ‘আমাদের যে দায়িত্ব ক্রিকেট বোর্ড অর্পণ করেছে, এখন আমরা সেটার শেষ পর্যায়ে আছি। যতদ্রুত সম্ভব এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেবো। যেহেতু ওদের দুজনকেই এখানে (সিলেটে) পেয়েছি, সেজন্য সকালে এসে আলাপ করে এখন চলে যাচ্ছি।’

গত বছরের ২৯ নভেম্বর ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে এই কমিটি গঠনের কথা জানায় বিসিবি কতৃপক্ষ। সেসময় কমিটিকে কাজ শেষ করার নির্দিষ্ট কোনও সময় বেঁধে দেওয়া হয়নি, তবুও সবকিছু গুছিয়ে আনার পর সাকিব-তামিমের জন্য ১ মাস সময় পেরিয়ে যায়। এখন সাকিব-তামিমের সাথে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেসব বলতে চাইলেন না এই কমিটির প্রধান, ‘এই বিষয়টি মিডিয়ায় বলার মতো না। কারণ, এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল করা হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসাথে দেখতে পারবেন, আার জনগণও দেখতে পারবেন। এদিন (সাকিব-তামিম) দুজনের সাথেই আলাদা কথা বলেছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে, সাকিব-তামিমের দ্বন্দ্ব প্রকাশ্য হলেও বিষয়টিকে আমলেই নিচ্ছেন না এই তদন্ত কমিটি, ‘আপনি যেটা দ্বন্দ্ব ভাবছেন, আমরা সেটা আমলে আনছি না। আসলে স্থায়ী কিছু না এটা। সব কিছুই সমাধানযোগ্য, তবে যদি সমাধান করতে চান।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD