Logo

তামিমদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির দল

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৪, ০৫:২৪
52Shares
তামিমদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির দল
ছবি: সংগৃহীত

অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ফরচুন বরিশাল

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স বিপিএলের এবারের আসরে চার ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। ঘরের মাঠে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জয়ের খোঁজে ফরচুন বরিশালের মুখোমুখি মাশরাফি-শান্তরা। টস ভাগ্য অবশ্য ম্যাশের পক্ষেই গেছে। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের কাপ্তান।

সিলেট স্ট্রাইকার্স গত আসরে ফাইনাল খেলেছিল। এবারও শক্তিশালী দল গড়ে সেই স্বপ্নই দেখেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তবে মাঠের পারফম্যান্সে দেখা গেছে ঠিক বিপরীত। এখনও পর্যন্ত জয়শূন্য শান্তরা ঘুরে দাঁড়াতে মরিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখনও পর্যন্ত মাশরাফিদের সবচেয়ে বেশি ভুগিয়েছে দলের ব্যাটিং সাইট। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও ম্যাচ জেতা হয়নি। এর পরের তিন ম্যাচের একটিতেও দেড়শো রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি সিলেট। আর যার প্রভাব পড়েছে বিপিএলের পয়েন্ট টেবিলেও।

৪ ম্যাচে কোনো পয়নেট যোগ না হওয়ায় ৭ দলের মধ্যে ৭ নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স- মাশরাফি মর্তুজা, শামসুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, নাঈম হাসান, রিচার্ড এনগারাভা, বেনি হাওয়েল ও রেজাউর রহমান রাজা।

ফরচুন বরিশাল- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রমরান, দুনিথ ভেল্লালেগে, প্রীতম কুমার, আকিফ জাভেদ ও খলিল আহমেদ।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD