সাকিব কবে নামবেন ব্যাটিংয়ে?

বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বিশ্বসরা অলরাউন্ডার সাকিব আল হাসান
বিজ্ঞাপন
বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন বিশ্বসরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই কারণে ব্যাটিংটাও ঠিকঠাক মতো করতে পারছেন না তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চার ম্যাচ খেলেছেন সাকিব। তাতে দুই ম্যাচে তিনে এবং আটে নেমেছিলেন। দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। আর বাকি দুই ম্যাচে ব্যাটিংয়ে নামাই বন্ধ করে দেন। মূলত চোখের সমস্যার কারণেই ব্যাটিংটা ঠিকঠাকভাবে করতে পারছেন না বাঁহাতি এই অলরাউন্ডার। আপাতত বোলিং করেই দলে অবদান রাখার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের টস জিতে ব্যাটিং করতে নেমে রংপুর ১৬৫ রান করে। রান তাড়া করতে নেমে ১৫৭ রানে থামে কুমিল্লার ইনিংস। আর তাতেই ৮ রানে জয় পায় রংপুর। পঞ্চম ম্যাচে এটি দলটির তৃতীয় জয়। অধিনায়ক সোহান দলে থাকা অভিজ্ঞ সাকিবসহ বাবর আজম-মোহাম্মদ নবীদের পরামর্শ নিয়ে দল চালানোর চেষ্টা করছেন বলে জানান, ‘পরামর্শগুলো অবশ্যই আছে। আমরা দল হিসেবে ভালো করতে চাই। এমন না যে আজ জিতেছি বলে সব ঠিক আছে। সব সময়ই আমাদের পরামর্শ আসে এবং আমরা দলের জন্য যেটা ভালো হয়, কথা বলে সেই অনুযায়ী এগোতে চেষ্টা করি।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অথচ চোখের সমস্যায় থাকলেও পুরোদমে অনুশীলন করছেন সাকিব। ছুটির দিনেও তিনি পড়ে থাকছেন সিলেট স্টেডিয়ামে। নেটে তাকে সহযোগিতা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এত প্রস্তুতির পরও সাকিব কেন ব্যাটিংয়ে নামছেন না, এটা একটা বড় প্রশ্ন। সাকিবের ব্যাটিংয়ে নামা নিয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, ‘উনি চেষ্টা করছেন। নিজে নিজে বন্ধের দিনেও অনুশীলন করছেন। চোখে যে সমস্যা আছে ওটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আমরা আশা করি টুর্নামেন্টের শেষদিকে তাকে পুরোদমে দেখতে পারবো।’
মাঠে তার উপস্থিতিকেই বিশেষ কিছু মনে করছেন রংপুরের অধিনায়ক। ‘সাকিব ভাই বিশ্বের একজন সেরা অলরাউন্ডার। উনি এখনও অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে হয়তো এখন ব্যাট করতে তার সমস্যা হচ্ছে। কিন্তু তার মাঠে থাকাটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ’, জানান তিনি।.
বিজ্ঞাপন
জেবি/এজে