Logo

পঞ্চপাণ্ডবের কথা স্মরণ করে যা বললেন মাহমুদউল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৪, ২৪:৫৭
67Shares
পঞ্চপাণ্ডবের কথা স্মরণ করে যা বললেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া পঞ্চপাণ্ডবের কথা।

বিজ্ঞাপন

ক্রিকেট পাড়ায় তাদের বন্ধুত্ব ইতিহাসে বিরল। ড্রেসিং রুম থেকে শুরু করে খেলার মাঠ সবখানে তাদের বন্ধুত্ব ছিল দেখার মতো। তাদের ভূয়সী প্রশংসা করতেন নেটিজেনরা। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া পঞ্চপাণ্ডবের কথা।

ক্রিকেট নিয়ে যারা নিয়মিত রাখেন, তাদের সবাই কমবেশি জানেন এই পঞ্চপাণ্ডবের কথা।তারা হলেন, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। যারা প্রায় একযুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের মাটিতে লড়েছেন লাল-সবুজের। এ সময় তৈরি হয়েছে অনেক সুন্দর ও মধুরস্মৃতি। সেই সময়গুলোকে হয়তো প্রচুর মিস করেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফী-তামিমদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। এই অলরাউন্ডার লেখেন,‘কি দারুণ সময় ছিল। ফিরে যাওয়া যাক সেসব আনন্দঘন মুহূর্তে’।

বিজ্ঞাপন

এই পোস্টের নিচে কমেন্টে সাখাওয়াত মিশু নামে এক ভক্ত লেখেন, সে দিন আর ফিরবে না। আমরা পঞ্চপাণ্ডবকে আর কখনোই একসাথে দেখতে পারব না।

বিজ্ঞাপন

রাজা মিয়া নামের আরেক ভক্ত লেখেন, সব এখন সোনালি অতীত।এই সময়গুলো অনেক সুন্দর ছিল,আপনাদেরকে একসাথে প্রচুর মিস করি।

বিজ্ঞাপন

পঞ্চপাণ্ডবের ভাঙন শুরু মাশরাফীকে দিয়ে। এরপর পর্যায়ক্রমে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিব। এই চারজনের ভেতরে একমাত্র সাকিবই বর্তমানে সব ফরম্যাটে খেলছেন।

বিজ্ঞাপন

একে একে পঞ্চপাণ্ডবরা বিদায় নিতে থাকলেও বাংলাদেশ তাদের পরিবর্তে খুঁজে পায়নি কাউকে। ভবিষ্যতে পাবে কি সেটাও সন্দিহীন। তারপরও ক্রিকেটের সাংগাঠনিক বিভিন্ন কার্যক্রমের পরিবর্তনের পাশাপাশি বিসিবিকেই নিতে হবে তরুণদের যোগ্য উত্তরসূরি করে গড়ে তোলার দায়িত্ব। শান্ত-মিরাজদের পরবর্তী পঞ্চপাণ্ডব ভাবা হলেও আদৌ তারা মাশরাফী-সাকিবদের পর্যায়ে যেতে পারবেন তো, সেটা না হয় ভবিষ্যতই বলে দিবে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD