Logo

পুরো দলকে চাঙা করে রাখেন রিয়াদ ভাই: শরিফুল

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০৫:৩১
38Shares
পুরো দলকে চাঙা করে রাখেন রিয়াদ ভাই: শরিফুল
ছবি: সংগৃহীত

ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য।

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের আগামী ৮ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

   

বাংলাদেশের বিশ্বকাপ উপলক্ষ্যে ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। মঙ্গলবার (৪ জুন) বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্বকাপ খেলার অনুভূতি নিয়ে, দলের বাকিদের সাথে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন পেসার শরিফুল ইসলাম। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে শরিফুল বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙা করে রাখে।'

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল জানান, 'প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।'

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD