Logo

বিশ্বকাপে এসে কেন ‘নিদ্রাহীনতায়’ ভুগছেন কিউই ক্রিকেটাররা?

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০৬:৪৫
52Shares
বিশ্বকাপে এসে কেন ‘নিদ্রাহীনতায়’ ভুগছেন কিউই  ক্রিকেটাররা?
ছবি: সংগৃহীত

‘যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, সেখানে আপনি সবসময় আদর্শ পরিস্থিতি পাবেন না

বিজ্ঞাপন

ইতোমধ্যে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রত্যেক দলের দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল । কম-বেশি সব দলই মাঠে নামলেও এখনও মাঠে নামা হয়নি টিম নিউজিল্যান্ডের।

নিজেদের প্রথম ম্যাচে শনিবার (৮ জুন) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল। বিশ্বকাপ মিশনে নামার আগে মাঠের বাইরের বিষয় নিয়েই বেশ চিন্তিত তারা। কিউই ক্রিকেটারদের নাকি র্নিঘুম রাত কাটাতে হচ্ছে, এ ছাড়া বিরূপ আবহাওয়া নিয়েও তাদের ভাবনার শেষ নেই। তবে এসবের সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার আশা নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিডের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মূলত নিউজিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচের ভেন্যু গায়ানার সময়ের বড় পার্থক্য থাকায় বিভ্রান্তিতে আছেন দলটির ক্রিকেটাররা। যা নিয়ে কিউই কোচ জানান, ‘যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, সেখানে আপনি সবসময় আদর্শ পরিস্থিতি পাবেন না। আরেকটা বিষয় হলো, এখানে জেটল্যাগ (নিদ্রাহীনতা) খুব বাজেভাবে আমাদের আক্রান্ত করেছে। আমি বেশ কয়েকজনের কথা জানি, যারা মাঝরাতে ঘুম থেকে উঠে যাচ্ছে। প্রস্তুতির জন্য এটি ভালো কিছু নয়।’

তবে এখনও নিজেদের হাতে তিনদিন সময় থাকায় গুছিয়ে ওঠার ভালো সুযোগ আছে বলে মনে করেন গ্যারি স্টিড, ‘ভালো ব্যাপার হলো প্রথম ম্যাচের আগে আমাদের হাতে সময় আছে। যেহেতু আমরা ১৪তম ম্যাচে প্রথম মাঠে নামব। এর মধ্যে ছেলেরা গুছিয়ে উঠবে আশা করি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিকূল আবহাওয়া নিয়ে কিউই প্রধান কোচ জানিয়েছেন, ‘এখন মনে হচ্ছে, এখানে যে আবহাওয়ার নিম্নচাপ ছিল তা অনেকটাই কেটে গেছে। এটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ দ্রুত সময়ের মধ্যে আপনি যতগুলো সম্ভব ম্যাচ খেলতে চাইবেন।’ এ ছাড়া নিউজিল্যান্ডের স্কোয়াডে থাকা ফিন অ্যালেনের ইনজুরি নিয়ে কোচ স্টিড জানান, ‘সে সেরে উঠছে, অনুশীলনও করেছে পুরোপুরি। তাই আমরা তার ইনজুরিমুক্ত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত।’

জেবি/আজুআ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD