বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

দ্বিতীয় ও শেষ টেস্টটি ৩০ আগস্ট করাচিতে অনুষ্ঠিত হবে
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলবে বাংরাদেশ, এটা আগেই জানা ছিল। এবার মুশফিক-লিটনদের বিপক্ষে হোম সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূচি অনুসারে, শান্ত-সাকিবরা আগস্টে পাকিস্তান সফরে যাবে। এ সফরে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিরিজের প্রথম টেস্টটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। যা আগামী ২৫ আগস্ট মাঠে গড়াবে হবে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি ৩০ আগস্ট করাচিতে অনুষ্ঠিত হবে।
এদিকে ঐতিহ্যগতভাবে আগস্ট মাসে সিরিজ খেলে না পাকিস্তান দল। নিজেদের ইতিহাসে এই মাসে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছে তারা। ২০০৩ সালে সেটিও বাংলাদেশের বিপক্ষেই ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময়ে না খেলার কারণ হলো, আগস্টে দেশটির আবহাওয়া অত্যন্ত উষ্ণ থাকে। আর যা খেলার জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয় না।
অন্যদিকে লাল-সবুজের প্রতিনিধিদের পর চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান।
বিজ্ঞাপন
এমএল/








