Logo

জেসির হাতেই নারী এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ২৩:২২
41Shares
জেসির হাতেই নারী এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব
ছবি: সংগৃহীত

। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে

বিজ্ঞাপন

চলতি মাসের ১৯ জুলাই নবম নারী এশিয়া কাপের পর্দা উঠেছিল শ্রীলংকায়। সেমি-ফাইনাল থেকে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আজকের ফাইনালে থাকবেন একজন বাংলাদেশিও। আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

রবিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার শিরোপা নির্ধারণী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে প্রথমবারের মতো জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। নারী এশিয়া কাপের ইতিহাসে টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া। এখন পর্যন্ত ৭ বার ভারত এবং বাংলাদেশ ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD