প্যারিস অলিম্পিকে হতাশ করলেন বাংলাদেশের ইমরানুর

প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভাল হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর।
বিজ্ঞাপন
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে দেশের সমর্থকদের হতাশা উপহার দিলেন। ১০০ মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামের পর ইমরানুরের উপরের ভালো কিছুর আশা করেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু তিনিও হতাশ করলেন সকলকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অলিম্পিকে ২০ স্বর্ণের লড়াই আজ
বিজ্ঞাপন
গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার (৩ আগস্ট) সকালে হিট থাকলেও স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারি পরিপূর্ণ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন। ইমরান হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হন। তার টাইমিং ১০.৭৩ সেকেন্ড। যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি।
১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চার জন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরানের হিটে তার টাইমিং ছিল সবচেয়ে ভালো। ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে ইমরান ষষ্ঠ হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভাল হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর।
জেবি/আজুবা
বিজ্ঞাপন