বিসিবি পরিচালকের পদ থেকে দুর্জয়ের পদত্যাগ

রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক
বিজ্ঞাপন
হাসিনা সরকারের পতনে পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সাথে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থানে এসেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। শেষ পর্যন্ত বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক দুর্জয়।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পেশাদার ক্রিকেট ছেড়ে দীর্ঘ দিন ধরে নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে, পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন তার।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
বিজ্ঞাপন
জেবি/এসবি