Logo

ভারত-পাকিস্তানের সমঝোতায় নির্ধারিত সময়েই চ্যাস্পিয়ন্স ট্রফি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৪, ২৪:২০
42Shares
ভারত-পাকিস্তানের সমঝোতায় নির্ধারিত সময়েই চ্যাস্পিয়ন্স ট্রফি
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের সমঝোতায় নির্ধারিত সময়েই চ্যাস্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

২০২৫ সালে হতে চলছে ক্রিকেটের অন্যতম জমজমাট আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। এক মাসের টানাপোড়েনের পর অবশেষে উজ্জ্বল হয়েছে ট্রফির ভবিষ্যৎ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমঝোতার ফলে নিশ্চিত হওয়া গেছে, নির্ধারিত সময়ই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।

সিদ্ধান্ত হয়েছে, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতা অনুসারে, ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হলেও আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। বাকি ১০ ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে বা ফাইনালে না ওঠে, সেক্ষেত্রে এই ম্যাচ দুটিও পাকিস্তানে হওয়ার আলোচনা চলছে।

শুরুতে আলোচনা ছিল, হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে পিসিবিকে বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে দুবাইয়ে ম্যাচ আয়োজনের জন্য বাড়তি অর্থ পাবে না পিসিবি।

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে পূরণ হয়েছে পিসিবির বেঁধে দেওয়া শর্তও। ভারতীয় দল পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় পিসিবি শর্ত দিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। পিসিবির সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। সে অনুসারে, ওই আসরের লিগ পর্যায়ে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ডিসেম্বর) বিসিসিআই ও পিসিবির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই বৈঠকের পর চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে। প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট হওয়ার কথা।

বিজ্ঞাপন

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিসিবির শর্ত অনুসারে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে পাকিস্তানকে।

বিজ্ঞাপন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেরা ৮ দল নিয়ে আয়োজিত হবে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলা হবে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD