Logo

আবারও দল থেকে ছিটকে গেলেন নেইমার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মার্চ, ২০২৫, ২৪:২৯
50Shares
আবারও দল থেকে ছিটকে গেলেন নেইমার
ছবি: সংগৃহীত

ট কাটিয়ে দীর্ঘ সময় পর এ মাসেই তার মাঠে ফেরার কথা ছিল

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের সঙ্গে চোটের বন্ধুত্বই যেন ফুটবলের থেকে বেশি গাঢ়! এক বছরেরও বেশি সময় ধরে নিজের দেশের হয়ে কোনো ম্যচ খেলতে পারচ্ছেন তিনি। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর এ মাসেই তার মাঠে ফেরার কথা ছিল। তবে তা আর হলো না। আরো দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়ারের মাঠে ফেরা।

বিজ্ঞাপন

 চলতি মাসে বিশ্বকাপের বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার জুনিয়ার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল ব্রাজিল দল। তবে শেষ মুহূর্তে এসে আবরও দল থেকে ছিটকে গেলেন এই ফরোয়ার্ড। নেইমার জুনিয়ারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে। 

বিজ্ঞাপন

সর্বশেষ ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টোবরে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলে ফেলেছেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এ তারকা ফরোয়ার্ড। এ লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনে আবারও আধারে হারালেন নেইমার!

বিজ্ঞাপন

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার জুনিয়র। ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন নেইমার জুনিয়ার। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না এ তরকাকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিজ্ঞাপন

সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD