Logo

শক্তিশালী কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ০২:৪০
32Shares
শক্তিশালী কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কোরিয়ার বিপক্ষে সমান তালে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। লাওসের ভিয়েনতিয়েনে এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাই পর্বের গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে দুই দল ১-১ সমতায় রয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়া এশিয়া তো বটেই, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল। সেই কোরিয়ার বিপক্ষে সমান তালে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। লাওসের ভিয়েনতিয়েনে এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাই পর্বের গ্রুপের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে দুই দল ১-১ সমতায় রয়েছে।

খেলা শুরুতেই আক্রমণ করে বাংলাদেশ। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা প্রথম মুভেই গোলের সুযোগ তৈরি করেন। কোরিয়ান গোলরক্ষক এগিয়ে আসায় সুযোগ হাতছাড়া হয়। তবে ১৫ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে লিড নেয় বাংলাদেশ। সাগরিকা ও শান্তি মারডি বল আদান-প্রদান করে বক্সে ঢুকে শান্তির বাড়ানো পাস কোরিয়ান গোলরক্ষকের হাত ফসকে যায়। ফাঁকায় দাঁড়িয়ে শ্রীমতী তৃষ্ণা রাণী টোকা দিয়ে বল জালে জড়ান। গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন।

বিজ্ঞাপন

তবে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন মিনিট পরই কোরিয়া সমতায় ফেরে। পিটার বাটলারের অধীনে বাংলাদেশ হাই লাইন ডিফেন্সে খেলছিল। সেন্টার লাইনের নিচে থাকা ডিফেন্স লং বলে পরাস্ত হয়। দ্রুতগতির কোরিয়ান ফরোয়ার্ড ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন।

বিজ্ঞাপন

এরপর কোরিয়া আক্রমণে চাপ বাড়ায়। অধিনায়ক আফিদা খন্দকার ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন, আর স্বর্ণা রাণী একাধিক আক্রমণ রুখে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তিনি নিশ্চিত গোল ঠেকান। কোরিয়া কয়েকটি সুযোগ নষ্টও করে।

কোচ পিটার বাটলার প্রথমার্ধেই দুই পরিবর্তন করেন। গত ম্যাচে অলিম্পিক গোল করা শান্তি মারডিকে ২৫ মিনিটের মাথায় উঠিয়ে নেন। কোরিয়াও একটি পরিবর্তন করে। বাংলাদেশ রক্ষণাত্মক খেলেনি; জয় পাওয়ার লক্ষ্যেই শুরু থেকে খেলছে। এটি দলের মানসিকতা ও সাহসিকতার উন্নতির প্রতিফলন।

বিজ্ঞাপন

এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাইয়ে ৩২ দল আট গ্রুপে বিভক্ত। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। আজ ড্র করলে বাংলাদেশ গোলসংখ্যায় এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হেরে গেলে সেরা তিন রানার্সআপ হওয়ার জন্য অন্য ম্যাচের ফলাফলের অপেক্ষা করতে হবে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD