Logo

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ০৩:২৭
37Shares
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

বিজ্ঞাপন

টানা দুই জয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বের একেবারে কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই টিকিট মিলত সাগরিকাদের। তবে সেই স্বপ্ন ভেঙে গেছে বড় হারে।

রবিবার (১০ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ এইচ-এর ম্যাচে ৬-১ গোলের ব্যবধানে হার মানে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের ১৪তম মিনিটে তৃষ্ণার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। কিন্তু ১৯তম মিনিটে সমতায় ফেরে কোরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। বিরতির পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়ানরা। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে আরও পাঁচ গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।

বিজ্ঞাপন

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে রানার্সআপ হিসেবেও সেরা তিন দলের মধ্যে থাকতে পারলে মূল পর্বে উঠতে পারে বাংলাদেশ। এজন্য তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD