Logo

সাইফকে এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না: সালাহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১০
34Shares
সাইফকে এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেন ৩৬ রান

বিজ্ঞাপন

শক্তিমত্তার দিক থেকে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৩০ আগস্ট) মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগাররা।

অলরাউন্ড পারফর্ম করে জয়ে অবদান রেখেছেন দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেন ৩৬ রান। এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিলেটে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

সেখানে সাইফকে নিয়ে কোচ সালাহউদ্দিন বলেন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচেও নামিয়ে দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এটা শক্ত মানসিকতার পরিচয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর সঙ্গে একটা তকমা ছিল- টেস্ট স্পেশালিস্ট, সাদা বলের খেলোয়াড়, সেখান থেকে বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে, এটা আসলে সবার ভেতর থাকে না’।

বিজ্ঞাপন

সাইফ ধৈর্যের সুফল পাচ্ছেন বলে মনে করেন সালাহউদ্দিন, ‘উন্নতি তো সব সময় করতে হবে। কিন্তু তার চেষ্টা ছিল, সে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। আন্তর্জাতিক প্রথম ৬-৭ ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিকভাবে আবার ঘুরে দাঁড়ানো- এটা আসলে বেশ কঠিন কাজ। সে ধৈর্য ধরেছে। একজন মানুষ কত দিন ধৈর্য ধরে। সে গত ৪-৫ বছর ধরেছে। এর সুফল এখন সে পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD