Logo

জাকেরের ক্যাচ মিসেই ম্যাচের মোড় ঘুরে যায়

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১২
23Shares
জাকেরের ক্যাচ মিসেই ম্যাচের মোড় ঘুরে যায়
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের শুরুটা ভালো থাকলেও এক মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র। তৃতীয় ওভারেই অভিষেক শর্মার সহজ ক্যাচ ছেড়ে দেন উইকেটরক্ষক জাকের আলি অনিক। তখন তার রান ছিল মাত্র ৭।

বিজ্ঞাপন

এই জীবন পেয়ে অভিষেক ঝড় তোলেন ব্যাটে। খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস।

ধারাভাষ্যকার আতহার আলি খান মনে করছেন, সেই ক্যাচ মিসই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ শেষে তিনি বলেন, “জাকের আলির হাতে যে ক্যাচটি পড়েছিল, সেটাই ছিল আসল গেম চেঞ্জিং মুহূর্ত।”

অধিনায়কত্ব করা জাকেরও দায় স্বীকার করে বলেন, “হ্যাঁ, বলা যায় ওখান থেকেই ম্যাচের গতি পাল্টে গেছে। এটা রেগুলেশন ক্যাচ ছিল, ধরা উচিত ছিল। আমি চেষ্টা করেছি, কিন্তু হাত থেকে ফসকে যায়।”

বিজ্ঞাপন

এ হারের পরও এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা দেখছেন আতহার। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচকে তিনি “অলিখিত সেমিফাইনাল” আখ্যা দিয়ে বলেন, “গত সিরিজে আমরা পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিলাম। সেই আত্মবিশ্বাস নিয়েই দল মাঠে নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD