জাকেরের ক্যাচ মিসেই ম্যাচের মোড় ঘুরে যায়

ভারতের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের শুরুটা ভালো থাকলেও এক মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র। তৃতীয় ওভারেই অভিষেক শর্মার সহজ ক্যাচ ছেড়ে দেন উইকেটরক্ষক জাকের আলি অনিক। তখন তার রান ছিল মাত্র ৭।
বিজ্ঞাপন
এই জীবন পেয়ে অভিষেক ঝড় তোলেন ব্যাটে। খেলেন মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস।
ধারাভাষ্যকার আতহার আলি খান মনে করছেন, সেই ক্যাচ মিসই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ শেষে তিনি বলেন, “জাকের আলির হাতে যে ক্যাচটি পড়েছিল, সেটাই ছিল আসল গেম চেঞ্জিং মুহূর্ত।”
অধিনায়কত্ব করা জাকেরও দায় স্বীকার করে বলেন, “হ্যাঁ, বলা যায় ওখান থেকেই ম্যাচের গতি পাল্টে গেছে। এটা রেগুলেশন ক্যাচ ছিল, ধরা উচিত ছিল। আমি চেষ্টা করেছি, কিন্তু হাত থেকে ফসকে যায়।”
বিজ্ঞাপন
এ হারের পরও এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা দেখছেন আতহার। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচকে তিনি “অলিখিত সেমিফাইনাল” আখ্যা দিয়ে বলেন, “গত সিরিজে আমরা পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিলাম। সেই আত্মবিশ্বাস নিয়েই দল মাঠে নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।”








