লিটনকে নিয়ে অনিশ্চয়তা, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোট পান লিটন দাস। ব্যাটিং থামিয়ে চেষ্টা করলেও চালিয়ে যেতে পারেননি তিনি। পরে ফিজিও বায়েজিদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দেন।
বিজ্ঞাপন
এ চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন। তার চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের বিপক্ষে আজকের অঘোষিত সেমিফাইনালেও তার খেলা অনিশ্চিত।
লিটনের বদলে ভারতের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিশ্চয়তার কথা জানিয়ে বলেন,
“উনি রিকভারিতে আছেন। অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু একটু ইনজুরি আছে, উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন।”








